Travel Permit (TP)


1. A Travel Permit is issued to a Bangladeshi citizen who does not possess a valid Bangladeshi Passport but intends to return to Bangladesh.

2. Requirements for Travel Permit:

a) Duly filled in Travel Permit application form.  https://kualalumpur.mofa.gov.bd/bn/site/files/Travel-Permit-Application-Form

b) Copy of the latest passport/ Official letter from concerned UNO (Upazilla Nirbahi Officer)

d) Three recent passport size photographs.

e) Physical presence of the applicant at the High Commission for an interview.

3. Fee (non-refundable): RM 44.00. Payment should be made at any May Bank Deposit Counter in Malaysia and the yellow-coloured deposit slip counter foil should be attached with the application. Any Online transfer, ATM transfer, Bank cheque, demand bank draft is not accepted.

Account Name: Bangladesh High Commission

Account No.: 564427102268

Name of Bank: May Bank (any branch)

4. Receiving of application: The application is received at the counter between 10:00 am -4:00 pm (Monday-Friday).

5. Processing Time: At least 1-2 working days. Additional time may be required for background verification (Case by case basis).  

6. Delivery time: 4:00 pm-5:00 pm (Monday –Friday).

Note: A Travel Permit is valid for 3 months only (From the date of issuance).



ট্রাভেল পারমিট

১। বৈধ বাংলাদেশী পাসপোর্ট নেই এমন বাংলাদেশী নাগরিক মালয়েশিয়া থেকে বাংলাদেশে ফিরে যেতে চাইলে ট্রাভেল পারমিটের জন্য আবেদন করতে পারেন।  

২। ট্রাভেল পারমিটের জন্য প্রয়োজন:

ক) যথাযথভাবে পূরণকৃত ট্রাভেল পারমিটের আবেদনপত্র 

খ) সর্বশেষ পাসপোর্ট/ সংশ্লিষ্ট ইউএনও (উপজেলা নির্বাহী অফিসার) এর অফিসিয়াল চিঠির কপি

ঘ) তিন কপি পাসপোর্ট সাইজের ছবি (সাম্প্রতিক তোলা )।

ঙ) ইন্টারভিউয়ের জন্য আবেদনকারীকে হাই কমিশনে উপস্থিত হতে হবে।

৩)  ফি (অফেরতযোগ্য): ৪৪ রিঙ্গিট। মালয়েশিয়ার যেকোনো মে ব্যাঙ্কের ডিপোজিট কাউন্টারে অর্থপ্রদান করতে হবে এবং আবেদনের পত্রের সঙ্গে হলুদ রঙের ডিপোজিট স্লিপ সংযুক্ত করতে হবে। কোনো অনলাইন ট্রান্সফার, এটিএম ট্রান্সফার, ব্যাঙ্ক চেক, ডিমান্ড ব্যাঙ্ক ড্রাফ্ট গ্রহণ করা হয় না।

অ্যাকাউন্টের নাম: বাংলাদেশ হাই কমিশন

অ্যাকাউন্ট নম্বর: 564427102268

ব্যাংকের নাম: মে ব্যাংক (যে কোনো শাখা)

৪. আবেদন গ্রহণ: সকাল ১০:০০ am থেকে বিকাল ৪.০০ (সোম-শুক্রবার) কাউন্টারে আবেদন গৃহীত হয়।

৫. প্রক্রিয়াকরণের সময়: কমপক্ষে ১-২ কার্যদিবস ( কেসভিত্তিক যাচাই-বাছাইয়ে  অতিরিক্ত সময় লাগতে পারে)

৬. ডেলিভারি সময়: বিকাল ৪:00 -৫:00  (সোমবার-শুক্রবার)। 



বিশেষ দ্রষ্টব্য: একটি ভ্রমণ পারমিট শুধুমাত্র ৩ মাসের জন্য বৈধ থাকবে (ইস্যু করার তারিখ থেকে)।



Download Travel Permit Form