Newborn Baby - E-Passport (ePP) এর জন্য আবেদন সংক্রান্ত তথ্যঃ

মালয়েশিয়ায় জন্মগ্রহণকারী শিশুর ই-পাসপোর্টের আবেদনের সাথে প্রয়োজনীয় কাগজপত্রঃ



১।      চার পাতার অনলাইনে পূরণকৃত ফরম ০১ সেট।

২।     মালয়েশিয়ার জেপিএন কর্তৃক প্রদত্ত জন্মনিবন্ধনের অরিজিনাল কপি এবং ০১ কপি ফটোকপি জেপিএন কর্তৃক সত্যায়িত কপি ।

৩।     বাংলাদেশের ইংরেজি জন্মনিবন্ধনের ০১ কপি ফটোকপি এবং অনলাইন যাচাইয়ের কপি।

৪।      বাংলাদেশের জন্মনিবন্ধনে জন্মস্থানের স্থলে অবশ্যই মালয়েশিয়া থাকতে হবে।

৫।     ৫৪৫.০০ আরএম (৪৮ পাতা ৫ বছর) অথবা ৮১৭.০০ আরএম (৬৪ পাতা ৫ বছর) মে ব্যাংকে নগদ জমার হলুদ রশিদ, রশিদে অবশ্যই শিশুর নাম থাকতে হবে।

৬।     মে ব্যাংকে আরএম জমার একাউন্ট নাম্বার ৫৬৪৪২৭১০২২৬৮।

৭।      অপ্রাপ্ত বয়স্ক (১৮ বছরের কম) আবেদনকারী যার জাতীয় পরিচয়পত্র (NID) নাই, তার পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্র (NID) নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে। পিতা ও মাতার জাতীয় ‍পরিচয়পত্র (NID) -এর কপি ও অনলাইন ভেরিফাইড কপি দাখিল করতে হবে।

৮।     বাবা-মায়ের পাসপোর্ট এবং ভিসার কপি ০১ টি করে।

৯।     বাবা-মায়ের কাবিননামা/ম্যারেজ সার্টিফিকেট আইন মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ হাই কমিশন কর্তৃক সত্যায়িত কপি।

১০।    শিশুর পাসপোর্ট সাইজের ছবি ০১ টি।

১১।    শিশুর বয়স ৪ বছরের কম হলে 4R  অফিসিয়াল ছবি ০১ টি (ব্যাকগ্রাউন্ড সাদা) ।

১২।    বাবা-মায়ের পাসপোর্ট সাইজের ছবি ০১ টি করে।

১৩।    শিশুকে অবশ্যই সাথে নিয়ে আসতে হবে।

১৪।    ই-পাসপোর্ট আবেদন দাখিলের জন্য আবেদনকারীকে সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক নিয়োগকৃত আউটসোর্সিং কোম্পানি Expat Services (Kuala Lumpur) Sdn. Bhd. (ESKL) এর মাধ্যমে এপয়েন্টমেন্ট নেয়া বাধ্যতামূলক।